সুশাসন ও সেবার মান্নোয়নে নাগরিকদেরও আছে অনেক দায়িত্ব’ –বিনিময় সভায়- নাগরিকরা
সংবাদ বিজ্ঞপ্তি: ৩০ মার্চ ২০১৫, বুধবার, সকাল ১০ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ময়মনসিংহ’র স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) এর উদ্যোগে ‘শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার খাতে সেবার মান্নোনয়নে নাগরিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাধারণ নাগরিকদের অংশগ্রহণে ময়মনসিংহ সদর উপজেলার বয়ড়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কৰে উক্ত সভায় স’ানীয় নাগরিকরা তাদের মতামত তুলে ধরেন। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্বজন সমন্বয়ক মো: রোকনুজ্জামান। এ সময় টিআইবি’র কর্মকর্তা কর্বনা কিশোর চক্রবর্তী ও মো: আলমগীর কবির শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার খাতের নির্বাচিত প্রতিষ্ঠানগুলোতে এবং অন্যান্য ৰেত্রে সনাক ও টিআইবি কি ধরনের কার্যক্রম পরিচালনা করে তা তুলে ধরার পাশাপাশি সংশিৱষ্ট খাতে দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন নিশ্চিত করার মাধ্যমে সেবার মানোন্ননে নাগরিকরা কিভাবে স্বোচ্চার কণ্ঠস্বর হিসেবে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে পারে সে বিষয় একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে নাগরিকদের ভূমিকা ৰেত্রগুলো তুলে ধরেন। এ ৰেত্রে তথ্য অধিকার আইন, ২০০৯ এর প্রয়োগের মাধ্যমে কিভাবে উপকার পাওয়া যায় সে বিষয়েও হাতে কলমে তাদের প্রাথমিক ধারনা প্রদান করা হয়।
অত:পর সংশিৱষ্ট বিষয়গুলোর ধারনা পাওয়ার পর অংশগ্রহণকারী নাগরিকগণ সরকারি বিভিন্ন খাতে সেবা প্রাপ্তিতে হয়রানি এবং দুর্নীতি স্বীকার হয় সেসব অভিজ্ঞতা তুলে ধরেন। একই সাথে নাগরিকরা সচেতন হলে, তথ্য সমৃদ্ধ হলে এবং সম্মিলিতভাবে স্বোচ্চার হলে এসব ৰেত্রে সেবার মানোন্নয়নসহ অনেক অনিয়ম প্রতিরোধ করা সম্ভব বলে মতামত প্রদান করেন। উক্ত মতবিনিময় সভায় উপসি’ত ছিলেন, বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল মালেক, অন্যান্য ইউপি সদস্যবৃন্দ, স্বজন, ইয়েস সদস্যসহ টিআইবি’র স’ানীয় কর্মকর্তা ও কর্মচারীগণ।