| রাত ৯:৩৩ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পক্ষে রায় দিয়ে প্রমান করতে হবে অবৈধ সরকারের দিন ফুরিয়ে এসেছে—–খুররম খান চৌধুরী

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ৩০ মার্চ ২০১৬, বুধবার
সকল দ্বিধা দ্বন্ধ ও হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচিত করে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক ও নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা খুররম খান চৌধুরী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পৰে রায় দিয়ে প্রমান করে দিন অবৈধ ভোটার বিহীন সরকারের দিন ফুরিয়ে এসেছে। তিনি বলেন, এ অবৈধ সরকারের হাতে দেশের গনতন্ত্র ধবংস এবং গনতন্ত্রের মৃত্যু হয়েছে। গনতন্ত্রকে মৃত্যুর হাত থেকে রক্ষা এবং ভোটার বিহীন সরকারকে ক্ষমতা থেকে নামাতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের এক বিশাল কর্মী সমাবেশে বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপজেলা বিএপি’র সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এনামূল কাদির, মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএপি’র সভাপতি এনামূল হক এনাম, বিএনপি মোয়াজ্জেমপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের বাবুল বক্তব্য রাখেন।

এই প্রথম দলীয় প্রতীকে আগামী ২৩ এপ্রিল উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টির নির্বাচন অনুষ্ঠিত হবে,তবে উপজেলার বেতাগৈর ইউনিয়নের সীমানা নির্ধারনের জটিলতার কারণে ২৩ এপ্রিল নির্বাচন হচ্ছে না । #

সর্বশেষ আপডেটঃ ৭:৪২ অপরাহ্ণ | মার্চ ৩০, ২০১৬