শেরপুরে কলেজছাত্রী তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি:৩০ মার্চ ২০১৬, বুধবার,
কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মার্চ বুধবার দুপুরে জেলা শহরের নিউ মার্কেট মোড়ে শিক্ষির্থীদের সংগঠন আলোর মিছিল এ মানববন্ধনের আয়োজন করে। এতে শহরের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তারা তনু হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে এর সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।