বাজিতপুরে তনু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ
বাজিতপুর সংবাদদাতা ঃ ৩০ মার্চ ২০১৬, বুধবার,
কিশোরগঞ্জের বাজিতপুর ছাত্র সমাজের উদ্যোগে আজ বুধবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত সিনেমা হল মোড়ে তনু হত্যা বিচার দাবীতে দূর্জয় মোড়ে এক বিক্ষোভ , মানববন্ধন ও সমাবেশ করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা । সমাবেশে বক্তারা বলেন, যুগে যুগে মেয়ে শিক্ষার্থীরা ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে এক পর্যায়ে হত্যার র্বপ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন, মাহমুদুল হাসান শিহাব , সাইদুল ইসলাম শশী , সাগর আহমেদ নয়ন , সজল মিয়া, জুয়েল মিয়া, জুবায়ের মিয়া প্রমুখ।