খালিয়াজুরী থানার ওসিকে প্রত্যাহার দাবিতে অবরোধ

নেত্রকোনা প্রতিনিধি ঃ ৩০ মার্চ ২০১৬, বুধবার,
জেলার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় সদর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী গোলাম আবু ইসহাকের ভাই কাউসার গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে আজ বুধবার থেকে আরও তিন দিন অবরোধ কর্মসূচী বাড়ানো হয়েছে। অবরোধকারীরা খালিয়াজুরী থানার ওসি রমিজুল হককে প্রত্যাহার, মামলা প্রত্যাহার ও আধাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পূন ভোট গ্রহনের দাবীতে স’ানীয় আওয়ামী লীগ এই অবরোধ পালন করছে।
জানা গেছে, গত ২২ মার্চ জেলার খালিয়াজুরী উপজেলার ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সদর উপজেলার আধাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশের বিলম্ব হওয়ায় পুলিশ জনতা সংঘর্ষের সময় আওয়ামী লীগ সমর্তিথ গোলাম আবু ইসহাকের ছোট ভাই কাউসার গুলি বিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামী করে খালিয়াজুরী থানায় মামলা করে। এ ঘটনার পর থেকে খালিয়াজুরী উপজেলা সদরে অঘোষিত হরতাল পালিত হচ্ছে। স’ানায় আওয়ামীলীগ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান- মূলক শানি-র দাবীতে অবরোধের ডাক দিয়েছে। এতে করে খালিয়াজুরীর সাথে জেলার অন্যান্য উপজেলার সড়ক ও নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।
খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পুলিশের দায়ের করা মামলা ও খালিয়াজুরী থানার ওসি প্রত্যাহারসহ আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন- আমাদের আন্দোলন চালিয়ে যাব।