| রাত ১২:৫১ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তনু হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি ঃ ৩০ মার্চ ২০১৬, বুধবার,

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুসহ দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যা, গুম, অপহরণ, নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বুধবার বিকেলে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মহিলা পরিষদ জেলা শাখা ও অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন জেলা শাখার যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোনা মুক্তমনা মঞ্চের সামনের সড়কে বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি নারী নেত্রী রেহানা সিদ্দিকী, সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানী, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, উদীচী জেলা শাখার সাবেক সভাপতি মোস-াফিজুর রহমান খান, নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্র ব্যস’াপক আলী আমজাদ খান, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি আলপনা বেগম, সাংবাদিক একেএম আবদুল্লাহ, মানবাধিকার নাট্য পরিষদ জেলা শাখার সভাপতি সালাহ উদ্দিন খান প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৭:১০ অপরাহ্ণ | মার্চ ৩০, ২০১৬