চতুর্থবারের মত তনু হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহের রাজপথে শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের রাজপথে শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ বুধবার দুপুরে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ করে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ বিক্ষোভ মিছিল টেকনিক্যাল মোড় কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে চরপাড়া হয়ে আবার কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। এর পর কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। প্রায় হাজার শিক্ষার্থী হাতে প্ল্যাকার্ড ও ঘাতকদেও ফাঁসির দাবিতে স্লোাগান দিয়ে অবস্থান করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শাহরিয়ার আলম সুমন, হামিদুর রহমান আকাশ, কাঞ্চনখান, মিদুলহাসান, মিনহাজ, মেহেদী হাসান আবদুল্লাহ প্রমুখ।
বক্তারা তনু’র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং যত দিন বিচার না হচ্ছে ততদিন রাজপথে আন্দোলন কওে যাওয়ার ঘোষনা দেন।