| সকাল ১০:২০ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ- নেত্রকোনা মহাসড়কে ডাকাতির চেষ্টা

তিলক রায় টুলু:   মঙ্গলবার রাত ১০টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের বেলতলির পাইসকা নামক স্থানে রাস্থায় কলাগাছ ফেলে ব্যারিকেট সৃষ্টি করে ডাকাতির চেষ্টা চালায় সংঘবদ্ধ একটি ডাকাত দল। এ সময় নেত্রকোনা গামী একটি সিএন জি ব্যারিকেটে আটকা পড়লে ড্রাইভারের আতœ চিৎকারে উপস্থিত ইটাপীরের বাজারের লোকজন এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়। তবে যাত্রীদের কাছ থেকে কিছুনিতে পারেনি বলে তারা দাবী করে।
বেলতলি গ্রামের আবুল হাসিম, চাঁন মিয়া মড়ল, ও শহীদুল্লাহ জানান একজন সিএন জি ড্রাইভারের আর্তনাদ চিৎকারে ইটা পীরের বাজারে অবস্থান রত  স্থানীয় লোকজন এগিয়ে গেলে ডাকাত দল পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আরো জানান ডাকাতির ঘটনার সময় শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনা স্থল থেকে কোয়াটার কিঃ মিঃ দূরে বেলতলি খামারের সামনে ট্রাক আটক করে চাঁদা বাজি করছিল।
এদিকে ডাকাতদল চলে যাওয়ার পর শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে এসে রাস্তার উপর থেকে কলাগাছ গুলো রাস্তা থেকে সরিয়ে ফেলে।

সর্বশেষ আপডেটঃ ২:৪৮ অপরাহ্ণ | মার্চ ৩০, ২০১৬