ঝিনাইগাতীতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ২৯ মার্চ ২০১৬, মঙ্গলবার,
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা পরিষদের পৰ থেকে সোমবার হত-দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম। হত দরিদ্র পরিবারগুলোকে সাবলম্বী করে গড়ে তোলার লৰ্যে এডিপি’র বার্ষিক উন্নয়ন খাতের লৰাধিক টাকা ব্যয়ে উপজেলা পরিষদ এ সেলাই মেশিন বিতরণ কার্যক্রম হাতে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন হত-দরিদ্র পরিবারের মাঝে এসকল সেলাই মেশিন বিতরণ করা হয়।
ক্যাপশন ঃ ঝিনাইগাতী উপজেলা পরিষদের পৰ থেকে হত-দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন প্রদান করছেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও ইউএনও মোহাম্মদ সেলিম রেজা।