মদনে ৮ ইউনিয়নে ৫৩ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

মদন (নেত্রকোণা), সুদর্শন আচার্য্যঃ ২৯ মার্চ ২০১৬, মঙ্গলবার,
৩১ মার্চ দ্বিতীয় ধাপে নেত্রকোণার মদনে ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ উপজেলায় ৭৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রকেই অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ণিত করেছে উপজেলা পুলিশ প্রশাসন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস’তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, ১নং কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া, জাওলা, জংগলটেংগা, হাজরাগাতী, কাইটাইল, বাঁশরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাশরী মেহেরনেছা উচ্চ বিদ্যালয়। ২ং চানগাঁও ইউনিয়নের চানগাঁও পুর্বপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, চানগাও শাহাপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, রত্নপুর পশ্চিমপাড়া অস’ায়ীকেন্দ্র, রত্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চানগাঁও চকপাড়া অস’ায়ী কেন্দ্র, ৩নং মদন ইউনিয়নের কুলিয়াটি পশ্চিমপাড়া, কুলিয়াটি, মদন দৰিন পাড়া, কাইকুড়িয়া, পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নে-গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়, বারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দশ্রী পশ্চিমপাড়া, মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীমেরহাটি অস’ায়ী কেন্দ্র, পদমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদমশ্রী দাখিল মাদ্রাসা, ৫নং মাঘান ইউনিয়ন-জংগলডেমারগাতী, মাঘান, পদেরকোণা, রামদাসখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাতলা ফুরখানিয়া মাদ্রাসা, মান্দার্বয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬নং তিয়শ্রী ইউনিয়নে-তিয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাস্তা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বিন্নীদৌলতপুর, বাগজান, দড়িবিন্নী মহারাজ খান, ধুবাওয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালালী বাঘমারা দাখিল মাদ্রাসা, ৭নং নায়েকপুর ইউনিয়নে-বাঁশরী, আখাশ্রী, নায়েকপুর, রাজতলা, নোয়াগাঁও, মাখনা, আলমশ্রী, পাছআলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমী, ৮নং ফতেপুর ইউনিয়নের- র্বদ্রশী, ছত্রকোনা, হাসনপুর, লাছারকান্দা, বননিতয়শ্রী, ছালাকান্দা, দেওসহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেপুর এস.এস .সি উচ্চ বিদ্যালয়, ফতেপুর দার্বল উলুম হাফিজিয়া মাদ্রাসা।
এ উপজেলায় মনোনয়ন দাখিলের পর থেকে নির্বাচনী ক্যাম্পে হামলা-মারপিট, বাড়ীঘর ভাংচুরের একাধিক ঘটনা ঘটায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুর্বত্বারোপ করে ঝুকিপূর্ণ কেন্দ্র চিহ্ণিত করেছেন বলে ওসি মোহাম্মদ মাজেদুর রহমান জানান।