| রাত ১২:২৬ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

প্রাইভেটকারে নাম লেখায় শিশু হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ

গফরগাঁও প্রতিনিধি ঃ ২৯ মার্চ ২০১৬, মঙ্গলবার,
ময়মনসিংহের গফরগাঁওয়ে নতুন রঙ করা প্রাইভেটকারে নাম লেখায় মোঃ হিমেল নামে ২য় শ্রেণীর এক শিৰার্থীকে নির্যাতন করে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের জন্মেজয় গ্রামের সালটিয়ার চর বধ্যভূমি এলাকায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে শিশুটির বাবা পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমনের নিকট ন্যায় বিচার চেয়ে অভিযোগ করেন।
জানা যায়, গত শনিবার সালটিয়ার চর বধ্যভূমি এলাকার উজ্জল মিয়া তার প্রাইভেটকারে রঙ করে বাড়ির সামনে রেখে দেন। পরে ওই দিনেই প্রাইভেটকারটিতে হিমেল নাম লেখা দেখতে পান উজ্জল। এতে সে ৰিপ্ত হয়ে প্রতিবেশি শামীম মিয়ার ছেলে জেএম সিনিয়র ফাজিল মাদ্রাসার ২য় শ্রেণীর শিৰার্থী হিমেলকে সন্দেহ করে বাড়ি থেকে ডেকে নিয়ে বেদম মারধর করে। খবর পেয়ে হিমেলের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। পরে শনিবার রাতে হিমেলের গায়ে প্রচন্ড জর উঠায় রোববার সকালে তাকে গফরগাঁও স্বাস’্যকমপেৱক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক এক্সরে করতে বলেন। পরে স’ানীয় একটি ক্লিনিকে এক্সরে করার পর বাম হাত ভাঙ্গা পেয়ে পৱাষ্টার করে দেন চিকিৎসক।
এ ব্যাপারে গফরগাঁও পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে আজ বুধবার পৌরসভা কার্যালয়ে উপসি’ত থাকতে বলা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৩৬ অপরাহ্ণ | মার্চ ২৯, ২০১৬