মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

মুক্তাগাছা(ময়মনসিংহ) প্রতিনিধি:২৯ মার্চ ২০১৬, মঙ্গলবার,
মুক্তাগাছা-জামালপুর সড়কের ঘাটুরি ভাঙ্গা ব্রিজ নামক স্থানে মঙ্গলবার বিকালে চাল ভর্তি ভটভটির হেল্পার নাঈম(২০) নিজ গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ভটভটিটি আটক করেছে। পুলিশ জানায় মঙ্গলবার বিকালে শেলো মেশিনের ইঞ্জিনে তৈরী একটি ভটভটি চেচুয়া বাজার থেকে চাল ভর্তি করে মুক্তাগাছায় আসার পথে ঐ স’ানে আসলে চালকের পাশে বসে থাকা তার সহকারী নাঈম পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনা স’লেই মারা যায়।