আইভীর দেওয়া সনদ নেননি সেলিম ওসমান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র আইভীর দেওয়া মুক্তিযোদ্ধা পরিবারকে আজীবনের জন্য কর মওকুফের সনদ নেননি নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। তবে নাসিকের ২৭টি ওয়ার্ডের ৮২৯ জন মুক্তিযোদ্ধা পরিবারকে আজীবনের জন্য কর মওকুফের সনদ প্রদান করা হয়।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে এক অনুষ্ঠানে কর মওকুফের সনদ ও মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়।
এ সময় মুক্তিযোদ্ধাদের বক্তব্য ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে সেখানে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাবের কমিউটিনি সেন্টারে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান কর মওকুফের সনদ না নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি অন্যান্য স্বচ্ছল মুক্তিযোদ্ধাদেরও কর মওকুফের সনদ প্রত্যাখান করার আহ্বান জানান।