গৌরীপুরে নৌকা সমর্থকদের সাথে বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষে আহত-২০ ।। মামলা
স্টাফ রিপোর্টার, ২৮ মার্চ ২০১৬, সোমবার,
দ্বিতীয় দফা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা সমর্থকদের সাথে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে প্রায় ২০জন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে ৪নং মাওহা ইউনিয়নের খলতবাড়ি ও কিলৱাতাজপুর গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ কালন ও বিদ্রোহী প্রার্থী দেওয়ান খসরুজ্জামান খান বাবুলের সমর্থকদের মাঝে এ পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্রোহী প্রার্থীর অর্ধশতাধিক সমর্থকদের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা অর্ধশত লোককে আসামী করে দ্র্বত বিচার আইনে দুইটি মামলা রজ্জু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় খলতবাড়ি বাজারে একই স’ানে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নূর মোহাম্মদ কালন ও বিদ্রোহী প্রার্থী দেওয়ান খসরুজ্জামান খান বাবুলের সমর্থনে নির্বাচনী পথসভার আয়োজন করা হয়। এই পথসভায় শেৱাগান দেয়াকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা নৌকা সমর্থকদের ধাওয়া করে। এতে দু’গ্র্বপে সংঘর্ষ বাধেঁ। পরে ওই দু’প্রার্থীর গ্রামের বাড়ি কিল্লাতাজপুরে দ্বিতীয় দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের লোকজন প্রতিপৰকে কুপিয়ে গুর্বতর আহত করে। রোববার রাতেই গুর্বতর আহত নৌকা সমর্থক মোঃ সোহেল রানা (৩৭), সুমন মিয়া (২৫), রতন মিয়া (৪২), ডেন্টু মিয়া (৫০), জলিল মিয়া (৪০), হারিছ মিয়া (৫০) ও ওয়াসিম (২৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা পুলিশি ভয়ে বিদ্রোহী প্রার্থীর আহত সমর্থকরা হাসপাতালে ভর্তি হয়নি। তারা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ফলে তাদের নাম জানা যায়নি। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গৌরীপুর থানার ওসি মোঃ আকতার মোর্শেদ জানান, পরিসি’তি এখন নিয়ন্ত্রণে। এ ঘটনায় দুইটি মামলা হয়েছে। ##