বিসিএস সাধারণ শিক্ষা সমিতি উদ্যোগে ময়মনসিংহে শিক্ষক সমাবেশ
স্টাফ রিপোর্টার, ২৮ মার্চ ২০১৬, সোমবার,
৮ম জাতীয় বেতন স্কেলে ঘোষিত ক্যাডারের প্রবেশ পদে ৮ গ্রেডের প্রজ্ঞাপন জারি সত্ত্বে ও নতুন করে ৯ম গ্রেড নির্ধারণের যে সিদ্ধান্ত অসম্মানজনক। বৈষম্য মুলক সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বিষয়ে সমাধানের দাবীতে সোমবার দুপুরে কলেজ গেইটে সারাদেশের ন্যায় ময়মনসিংহ আনন্দ মোহন সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শিৰকরা সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ময়মনসিংহ অঞ্চল এর সমন্বয়ক মোঃ আমির হোসেন, সাবেক যুগ্ম মহাসচিব মোঃ ইদ্রস আলী, সাবেক সাংগঠনিক সচিব মোহাম্মদ আতিকুল রহমান মঈন উদ্দিন, হুমায়ন কবির, আমানউলৱাহ আমান প্রমুখ ।