ত্রিশালে বজ্রপাতে মুক্তিযোদ্ধার মৃত্যু

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ২৮ মার্চ ২০১৬, সোমবার,
ময়মনসিংহের ত্রিশালে সোমবার উপজেলার বালিপাড়ায় বজ্রপাতে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার উপজেলার বালিপাড়া ইউনিয়নের কাজীগ্রামের বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর (অবঃ) সদস্য আতাউর রহমান (৭০) ঘরের বাহিরে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস’লেই তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, সোমবার সকাল ১০টার দিকে বজ্রপাত হলে তার মৃত্যু হয়। বিকেলে বজ্রপাতে নিহত মুক্তিযোদ্বা আতাউর রহমানের জানাযার নামাজ নিজবাড়ীতে অনুষ্ঠিত হয়ে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধার মৃত্যুতে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম তাৎক্ষনিক ঘটনাস’লে গিয়ে নিহত মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি সমবেদনা জানান।