দুর্গাপুরে বিশিষ্ট সমাজসেবক চানু খাঁনের স্মরনসভা
মাসুম বিল্লাহ্,দুর্গাপুর(নেত্রকোনা), ২৮ মার্চ ২০১৬, সোমবার,
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝাজ্ঞাইল উচ্চ বিদ্যালয় এর অডিটরিয়াম হলরুমে বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরুউল্লাহ খাঁন( চানু খাঁন) এর অকাল মৃত্যুতে তাহার সহপাঠী বন্ধুমহল ও এলাকাবাসীর আয়োজনে এক স্মরনসভা অনুষ্ঠিত হয় রবিবার সন্ধ্যায়।
মরহুম মোঃ নুরুউহ খাঁন( চানু খাঁন) এর প্রিয় বন্ধু শিক্ষক আলহাজ্ব মোঃ সাফিউল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে স্মরনসভায় মরহুমের স্মৃতিচারন করে আলোচনা করেন, মরহুমের বন্ধু উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জহির্বল আলম ভূইয়া, বড়ভাই পূর্বধলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুলৱাহ খাঁন, ছোট ভাই পারভেজ খাঁন নান্নু, আওয়ামী নেতা মোঃ মফিজ উদ্দিন তালুকদার, মোঃ মোখলেছুর রহমান খাঁন, শ্বশুর মোঃ গোলাম মোস্তফা ঠাকুর প্রমুখ।
উলেৱখ্য মরহুম নুর্বউলৱাহ খান ২০১৬ ইং সালে কাকৈরগড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন, গত ১৭ মার্চ বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।