| বিকাল ৩:৩৯ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে তনু হত্যার বিচার দাবিতে উত্তাল সচেতন তরুন সমাজ

 

স্টাফ রিপোর্টার | ২৮ মার্চ ২০১৬, সোমবার,

কুমিলৱা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু ধর্ষন ও হত্যার প্রতিবাদে আসামীদের বিচারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শহরের শিক্ষা প্রতিষ্ঠানের সচেতন তরুন সমাজের শিক্ষার্থীরা।
সোমবার (২৮ মার্চ) বিকেলে সার্কিট হাউজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনাপার মোড়ের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন করে।pic-01
বিৰোভ মিছিল ও মানববন্ধনে শহরের আনন্দমোহন, শহীদ সৈয়দ নজর্বল ইসলাম , এডভান্সড রেসিডেন্সিয়াল ও কমার্স কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা সচেতন তরুন সমাজের ব্যানারে তনু হত্যার অপরাধীদের শাস্তির দাবিতে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন করে।
মানববন্ধনে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সচেতন তরুন সমাজের শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন আশিক, ফারিয়া আক্তার ঐশী, রাফি, সৌরভ দত্ত, গোবিন্দ পাল, অর্থি, অয়ন, ইসরাত, বিপ্লব প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৭:২৭ অপরাহ্ণ | মার্চ ২৮, ২০১৬