ফলোআপ পূর্বধলায় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া

তিলক রায় টুলু পূর্বধলা নেত্রকোনা থেকেঃ ২৮ মার্চ ২০১৬, সোমবার,
পুর্বধলায় রবিবার রাত ১০টার দিকে হঠাৎ বজ্রপাতে উপজেলার ঘাঘরা চরপাড়া মাদ্রাসার ৩ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরো ১ জন ছাত্র আহত হয়। নিহতরা হলো উপজেলার ঘাঘড়া চরপাড়া গ্রামের জালাল উদ্দিনের পুত্র মাসুম মিয়া(১৫), গিরিয়াশা গ্রামের রফিকুল ইসলামের পুত্র রাফাত (১৫), আগিয়া গ্রামের হাসেম মিয়ার পুত্র মাসুম মিয়া(১৪) এবং ধোবাউড়া উপজেলার কাঠালকুশী গ্রামের আঃ ছালামের পুত্র আজিজুল আহত হয়। মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পূর্বধলা থানার ওসি(তদন্ত) শওকত হোসেন জানান রবিবার রাত আনুমানিক ৯-৩০/১০ টার দিকে উপজেলার ঘাঘড়া চরপাড়া হাফেজিয়া মাদ্রাসার কয়েকজন ছাত্র রাতের খাবার শেষে ঝড় বৃষ্টির আশংকায় প্রকৃতির ঢাকে সারা দিতে মাদ্রাসা সংলগ্ন বাথর্বমে গেলে হঠাৎ তাদের উপর বজ্রপাত আঘাত হানে পরে আহত অবস’ায় তাদেরকে পূর্বধলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৩ ছাত্র কে মৃত ঘোষনা করেন এবং অপর একজন ছাত্রকে আহত অবস’ায় পূর্বধলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে মাদ্রাসার ৩ ছাত্রের মৃত্যর সংবাদে এলাকায় ও উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতদের পরিবারের মধ্যে চলছে শোকের মাথন।
খবর পেয়ে রাতেই পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহেদুল ইসলাম সুজন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রহমান, ওসি (তদন্ত) শওকত হোসেন ঘটনা স’ল পরিদর্শন করেছেন। এ দিকে জেলা প্রশাসনের পৰ থেকে নিহত প্রত্যেক পরিবারকে পনের হাজার টাকা ও আহত এক জনকে পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
পরদিন সোমবার সকাল ১০টায় ঘাঘড়া স্কুল মাঠে জানাজার নাম শেষে তাদের দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে উপসি’ত ছিলেন নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান জাহেদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূর হোসেন, ওসি আঃ রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিনসহ স’ানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপসি’ত ছিলেন।