| সকাল ১১:০৪ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় মুক্তিযোদ্ধা সন্তানের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজদের হামলা

 

মুক্তাগাছা প্রতিনিধি:২৮ মার্চ ২০১৬, সোমবার,

ময়মনসিংহের মুক্তাগাছার লেংড়াবাজারে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে এক মুক্তিযোদ্ধা সন্তানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা শেষে সাটার টেনে বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ভয়ে ব্যবসা ফেলে পালিয়ে বেড়াচ্ছেন ঐ ব্যবসায়ী। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানাযায় উপজেলার লেংড়াবাজারে দীর্ঘ দিন ধরে দোকান নিয়ে ব্যবসা করে আসছিলেন গোয়ারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী খানের বড় ছেলে মোঃ সেলিম খান। বেশ কিছু দিন ধরে স’ানীয় কিছু সন্ত্রাসী তার কাছে নানা ভাবে চাঁদা দাবী করতে থাকে। মাঝে মধ্যে তারা তার কাছ থেকে টাকাও নিতে থাকে। গত শুক্রবার জয়দা গ্রামের নুর্বল ইসলামের পুত্র শরীফুল(২৩), কামর্বল(২৪) ও রাশেদ ফকিরের ছেলে রিয়েল(২৫) তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে এসে সেলিমের কাছে এক লাখ টাকা চাঁদা দাবী করে। ব্যবসায়ী সেলিম দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিতে হামলা চালায়। এসময় প্রাণ ভয়ে সেলিম পালিয়ে যায়। পরে তারা সাটার টেনে দোকান বন্ধ করে দিয়ে চাঁদার টাকা না পেলে দোকান খুলতে দেয়া হবে না বলে হুমকি দিয়ে যায়। এরপর থেকে সন্ত্রাসীরা হুমকি অব্যাহত রাখায় সেলিম পালিয়ে বেড়াচ্ছে। রোববার সে বাদী হয়ে মুক্তাগাছা থানায় অভিযোগ দায়ের করে। থানা পুলিশ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্তপূর্বক ব্যবস’া নেয়া হবে বলে জানিয়েছে।
##

সর্বশেষ আপডেটঃ ৬:৪১ অপরাহ্ণ | মার্চ ২৮, ২০১৬