| সকাল ৮:২৬ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে বজ্রপাতে মাদরাসা ছাত্র নিহত, ৩ স্কুল ছাত্রী আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি, ২৮ মার্চ ২০১৬, সোমবার,
পৃথক বজ্রপাতের ঘটনায় জেলার করিমগঞ্জে ফার্বক মিয়া (১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত এবং নিকলীতে তিন স্কুল ছাত্রী আহত হয়েছে। এলাকাবাসী জানায়, সোমবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি খালে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস’লেই মারা যায় করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া গ্রামের কবির উদ্দিনের ছেলে ফার্বক। সে স’ানীয় সুতারপাড়া দার্বস সালাম হাফিজিয়া মাদরাসার হেফজ শ্রেণীর ছাত্র। অপর দিকে, সকাল ১০টার দিকে নিকলীতে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে গুর্বতর আহত হয়েছে দুই বোনসহ তিন ছাত্রী। তারা হচ্ছে, নিকলী সদরের আলিয়াপাড়া এ বি নূরজাহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নাভানা আক্তার হেপি, তার বোন একই শ্রেণীর ছাত্রী শামীমা আক্তার পলি ও নবম শ্রেণীর ছাত্রী তুর্কি আক্তার। তুর্কি নোয়াপাড়া গ্রামের আলতাফ উদ্দিনের মেয়ে। আর দুই বোন হেপি ও পলি একই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। তাদেরকে নিকলী উপজেলা স্বাস’্য কমপেৱক্সে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৬:৩০ অপরাহ্ণ | মার্চ ২৮, ২০১৬