নেত্রকোনায় বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি ঃ ২৮ মার্চ ২০১৬, সোমবার,
জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের শীলের কাকুরিয়া গ্রামে রোববার বিকেলে বিদ্যুৎস্পর্শে আবু আরিফ (২৫) নামে এক যুবক মারা গেছে। সে ওই গ্রামের রহমত আলীর ছেলে। জানা গেছে, জেলার কলমাকান্দার শীলের কাকুরিয়া গ্রামের আবু আরিফ গতকাল রোববার বিকেলে গরুর জন্য ঘাস কাটতে গ্রামের নিলুয়া বিলে যায়। এ সময় বিলের পাড়ে পল্লী বিদ্যুৎ লাইনের ছেড়া তারে সে জড়িয়ে পড়ে এবং তড়িতাহত হয়ে মারা যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে স’ানীয় সিধলী উপস্বাস’্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।