কিশোরগঞ্জে নির্বাচনের সপ্তাহ পর প্রায় দুই হাজার সীল মারা ব্যালট উদ্ধার
কিশোরগঞ্জ প্রতিনিধি, ২৮ মার্চ ২০১৬, সোমবার,
কিশোরগঞ্জ সদর উপজেলায় ইউপি নির্বাচনের এক সপ্তাহ পর একটি কেন্দ্রের ছিনতাই হওয়া এক হাজার ৭৩০টি সীল মারা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে লতিবাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড়বাগ গ্রামে ফুটবল প্রতীকের সদস্য প্রার্থী আমিনুলের বাড়ির পাশের পরিত্যক্ত জায়গা থেকে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়। গত ২২শে মার্চ ভোট গ্রহণশেষে ২নং ওয়ার্ডের বড়বাগ এমদাদুল উলুম আলিম মাদরাসা কেন্দ্রে সন্ধ্যায় সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীদের ব্যালট পেপার গণনার সময় উছৃংখল সমর্থকরা এসব ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাই হওয়া ২ হাজার ৫২টি ব্যালট পেপারের মধ্যে ওইদিন ২৫০টি ব্যালট উদ্ধার করা সম্ভব হয়েছিল। নির্বাচনের দিন ব্যালট পেপার ছিনতাইয়ের এই ঘটনায় ২৫ জনের নামোলেৱখসহ ১২শ’ জনকে আসামি করে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রিয়াদ আহমেদ বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছিলেন। এছাড়া ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান ও সংরৰিত ওয়ার্ডের মহিলা সদস্যদের ব্যালট গণনা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় তাদের ফলাফল ঘোষণা করে সাধারণ ওয়ার্ড সদস্যদের ফলাফল স’গিত করা হয়েছিল।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, গোপন সুত্রে খবর পেয়ে সদস্য প্রার্থী আমিনুলের বাড়ির পাশের পরিত্যক্ত জায়গা থেকে এক হাজার ৭৩০টি সীল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এসব ব্যালট পেপারের মধ্যে ফুটবল, মোরগ এবং টিউবওয়েল প্রতীকে সীল মারা রয়েছে।