পূর্বধলায় বজ্রপাতে নিহত ৩ আহত ১

তিলক রায় টুলুঃ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে রবিবার রাত ১০টায় বজ্রপাতে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে ঘাগড়া ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে হাফেজ রাফাত (১৫), গ্রাম- গিরিয়াশা, মাছুম (১৪) পিতা- জালাল উদ্দিন, গ্রাম- ঘাগড়া চরপাড়া, মাছুম (১৫) পিতা- আবুল হাসেম, গ্রাম- আগিয়া, আক্রান্ত সবাই ঘাগড়া চরপাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। টয়লেট করার জন্য গেলে নারিকেল গাছে বজ্রপাতে আঘাত হানে এবং নারিকেল গাছ দ্বি-খন্ডিত হয়ে উক্ত ঘটনাটি ঘটে। ময়মনসিংহের ধোবাউড়া থানার গোয়াতলা ইউনিয়নের কাঠালগুছি গ্রামের আঃ সালামের আজিজুল ইসলাম (১১) গুরুতর আহত অবস্থায় পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাঁর অবস্থা আশংঙ্কাজনক।
সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ও পূর্বধলা থানার ওসি আব্দুর রহমান, ওসি তদন্ত শওকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।