বাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) মার্চ – ২৭ ঃ
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলৰে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী, পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে ২৬ মার্চ সকাল বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, হল ও আবাসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭:০০ টায় বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটির পক্ষ হতে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী, অংশগ্রহণে মুক্তিযোদ্ধা সংসদ বাকৃবি প্রাতিষ্ঠানিক কমান্ড, রোভার স্কাউট, বি.এন.সি.সি, নিরাপত্তা শাখা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, কে,বি হাই স্কুল, বয়েজ স্কাউট ও গার্লস গাইড, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়, কে.বি সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিশু নিকেতন, ধুমকেতু ক্লাব, সবুজ মেলা, কাকলী সংঘ, নবার্বন সংঘ, একতা সংঘ, পূর্বাশা ক্লাব, শিশুবাগ, মর্নিংসান কিন্ডার গার্ডেন ও কে.বি. নৈশ বিদ্যালয়। সকাল ৯:০০টায় বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটির পক্ষ হতে ভাইস-চ্যান্সেলরসহ অন্যান্য সংগঠন ও সংস’া কর্তৃক মুক্তযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন এবং এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এসময় পুষ্পস্তবক অর্পন করেন উপাচার্য, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় দিবস উদযাপন কমিটি, শিৰক সমিতি, শিৰক ফোরাম, সোনালী দল, শিৰা প্রতিষ্ঠান, বিভিন্ন হলের প্রভোষ্ট, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় শিৰক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আবুল হাশেম এর পরিচালনায় বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান, শিৰক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির ও জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড.মোঃ আলমগীর হোসেন । সকাল ১১:০০ টায় জাতীয় কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, কে বি হাই স্কুল, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ও বাকৃবি কর্মচারি সমিতি, কর্মচারি পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ, কারিগরি কর্মচারী সমিতির উদ্যোগে প্রীতি খেলাধূলা, বিভিন্ন আবাসিক হলে স্ব স্ব হলের সময়সূচি অনুযায়ী খেলাধূলা এবং কর্মচারি পরিষদ, কর্মচারি সমিতির উদ্যোগে প্রীতি খেলাধূলা, বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে চেতনায়-৭১ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। বিকেলে আবাসিক হল সমূহের ব্যবস’াপনায় সংশিৱষ্ট মাঠে প্রীতি খেলাধূলা এবং ৪:০০ টায় অফিসার পরিষদের ব্যবস’াপনায় ঘরোয়া খেলাধূলা পুরস্কার বিতরণী, মহিলা সংঘের উদ্যোগে উপাচার্যের বাসভবনে প্রীতি খেলাধূলা, সন্ধ্যায় সাহিত্য সংঘের ব্যবস’াপনায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্বাধীনতার কবিতা পাঠ।