| রাত ১১:৫২ - মঙ্গলবার - ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় স্ত্রী নির্যাতনকারী স্বামী গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি ঃ ২৭ মার্চ ২০১৬, রবিবার,

নিজের স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় শুক্রবার রাতে স্বামী তাজ উদ্দিন আহমেদকে(৪০) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। স্ত্রী শাহিদা পারভীন ওরফে শাহিদা আহমেদ বাদী হয়ে শুক্রবার রাতে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে স্বামীর বিরুদ্ধে মামলা করেন।
জানা গেছে, জেলা শহরের বারহাট্টা রেডের তাজ উদ্দিন স্ত্রী শাহিদা পারভীন ওরফে শাহিদার প্রায়শই শারীরিক ও মানষিক নির্যাতন চালাত। গত বুধবার শাহিদা পারভীনকে ঘরে আটকে গলায় কাপড় পেছিয়ে কেচি দিয়ে মাথার চুল কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স’ানে আঘাত করে। হাতের আঙ্গুল ইট দিয়ে তেথলে দেয়। পারভীনকে মেরে ফেলার হুমকি দেয়। এ ব্যাপারে পারভীন নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। পুলিশ রাত ১০টার দিকে নির্যাতনকারী স্বামী তাজ উদ্দিনকে গ্রেফতার করে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাছুদুল আলম জানান, নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় তাজ উদ্দিনকে শহর থেকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৫ অপরাহ্ণ | মার্চ ২৭, ২০১৬