| রাত ৯:১০ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদী পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

শ্রীবরদী প্রতিনিধি; ২৭ মার্চ ২০১৬, রবিবার
শেরপুরের শ্রীবরদী পৌরসভায় বসবাসরত ২২ জন মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীবরদী পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২৭শে মার্চ রোববার বিকেলে পৌর ভবন চত্তরে এ সংবর্ধনা প্রদান করা হয়। পৌর মেয়র ও আ’লীগ নেতা আবু সাইদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীবরদী পৌরসভার সচিব শরাফত আলী, শ্রীবরদীর খেতাবধারী মুক্তিযোদ্ধা বীর প্রতীক বার কমান্ডার জহুরুল হক মুন্সী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হামিদুর রহমান, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এম.এ মতিন, পৌরসভার কাউন্সিলর আনিসুজ্জামান খোকন। এ সময় অন্যান্যের মধ্যে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী জনাব সাইদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জনাব মোঃ শরাফত আলী, হিসাব রক্ষক আশরাফ আলী, প্রধান সহকারী মোঃ গোলাম রব্বানী, শ্রীবরদী পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহবুদ্দিন, শ্রীবরদী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল মাছুদ মান্টু, নৌকা প্রেমি ইদু মিয়া সহ পৌরসভার কাউন্সিলর ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সহ প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপসি’ত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীবরদী পৌরসভার কাউন্সিলর সেলিম মিয়া।

সর্বশেষ আপডেটঃ ৮:২৪ অপরাহ্ণ | মার্চ ২৭, ২০১৬