শ্রীবরদীতে ডুবায় পড়ে শিশুর মৃত্যু

শ্রীবরদী প্রতিনিধি; ২৭ মার্চ ২০১৬, রবিবার,
গতকাল রোববার সকালে শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রামে বাড়ির আঙ্গিনার নলকূপের পাশে জমানো পানির ডুবায় পড়ে এক ২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু সাদিকুল ইসলাম (২) ভেলুয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে। নিহত পরিবার সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮ টার দিকে শিশুটির মা বাড়ির আঙ্গিনা ঝাড়- দেয়। এ সময় শিশুটি বসতঘরে আঙ্গিনায় নলকূপের পানি জমানো ডুবায় পড়ে যায়। পরে আহত অবস’ায় তাকে শ্রীবরদী সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শ্রীবরদী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।