দুর্গাপুরে সিপিবি‘র সমাবেশ ও বিক্ষোভ মিছিল
দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা ২৭ মার্চ ২০১৬, রবিবার,
জেলার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে স্থানীয় টঙ্ক শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে ২৬ মার্চ ২০১৬ইং মহান স্বাধীনতা দিবস উপলক্ষেএক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে।
দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত সিপিবি‘র নেতা কর্মীরা পৌর শহরে এক বিবক্ষভ মিছিল প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে টঙ্ক শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে সিপিবি‘র উপজেলা সভাপতি ডা: সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড ডাঃ দিবালোক সিংহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি নেত্রকোণা জেলা সাধারণ সম্পাদক নলিনী কান্ত সরকার, ৰেত মজুর নেতা মোরশেদ আলম, সমাবেশের সঞ্চালনা করেন সিপিবি‘র দুর্গাপুর উপজেলার সাধারণ সম্পাদক আলকাছ উদ্দিন মীর