ময়মনসিংহে জাতীয় ছাত্র সমাজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা
স্টাফ রির্পোটার : ২৭ মার্চ ২০১৬, রবিবার,
বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলৰে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের গঙ্গাদাসগুহ রোডস’ জাতীয় পাটির্র কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে কেক কেটে ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করে নেতাকর্মীরা। র্যালীটি নেতৃত্বদেন জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাব্বির হোসেন বিলৱাল। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাব্বির হোসেন বিলৱালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ন-সাধারন সম্পাদক জাহাঙ্গীর আহমেদ, জাতীয় পার্টির নেতা মোশারফ হোসেন, শরিফুল ইসলাম খোকন, খুররম চৌধুরী, জেলা যুব-সংহতির নেতা আবজাল হোসেন হারুন, কেন্দ্রীয় ছাত্র-সমাজের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান আরজু, সাবেক ছাত্র-সমাজ নেতা দেলোয়ার হোসেন কামাল, জেলা ছাত্র-সমাজের যুগ্ন-আহবায়ক রুকনুজ্জামান জুয়েল, ইয়াসিন আরাফাত, সারোয়ার হোসেন, হাবিবুলৱাহ হাবিব, নুর্বজ্জামান মাফুসহ প্রমূখ।