নান্দাইলে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
ভ্রাম্যমান প্রতিনিধি ঃ
২৬ মার্চ শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নান্দাইল উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচীর মাধ্যমে উদযাপন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল, ২৬ মার্চ রাত ১২ টায় ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা, ১২.০১ মিঃ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পন, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন। শহীদ মুক্তিযোদ্ধাগনের কবর জিয়ারত। সংসদ সদস্য মোঃ আনোয়ার্বল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ শাহানুর আলম ও অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান কর্তৃক শহীদ স্মৃতি আর্দশ কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।, ০৯.৩০ মিঃ ওই মাঠে পুলিশ, আনসার, বিএনসিসি, স্কাউট, গালর্সগাইড,কাবস, স্কুল ,কলেজ ও মাদরাসার ছাত্র/ছাত্রীরা শিৰা ও সামাজিক প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠন কর্তৃক কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন করে। ১০.৩০ মিঃ ওই মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই স’ানে ১১.৩০ মিঃ বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য, আনোয়ার্বল আবেদীন খান তুহিন, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আব্দুস সালাম ভূইয়া (বীর প্রতীক) বর্তমান কমান্ডার মাজহার্বল হক ফকির সার্বিক ব্যবস’াপনায় ছিলেন সহকারী কমিশনার (ভ’মি) মোঃ জসীম উদ্দিন। বাদ জোহর সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত/ প্রার্থনা। দুপুরে হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশ করা হয়।#