| সকাল ৯:৫৮ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ : আহত ৮

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ২৭ মার্চ ২০১৬, রবিবার,

শেরপুর-ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার বাশাটি নামকস্থানে রোববার সকালে সড়ক দুর্ঘটায় অজয় দাস (২২) নামে একজন নিহত ও ৮ জন আহত হয়েছন। জানা যায়, নালিতাবাড়ি থেকে গৌরীপুরগামী একটি সিএনজি অটোরিকশাকে শেরপুরগামী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস’লে সিএনজি অটোরিকশা যাত্রী অজয় দাস নিহত ও উভয় যানবাহনের ৮ যাত্রী গুরুতর আহত হন। নিহত অজয় দাসের বাড়ি নেত্রকোনা জেলা সদরের নাগরা গ্রামে। তিনি সদলবলে নালিতাবাড়িতে হিন্দু ধর্মের কির্তণ অনুষ্ঠানে অংশ নিয়ে সিএনজি যোগে গৌরীপুরের কির্তণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৭ অপরাহ্ণ | মার্চ ২৭, ২০১৬