ফুলপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ : আহত ৮
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ২৭ মার্চ ২০১৬, রবিবার,
শেরপুর-ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার বাশাটি নামকস্থানে রোববার সকালে সড়ক দুর্ঘটায় অজয় দাস (২২) নামে একজন নিহত ও ৮ জন আহত হয়েছন। জানা যায়, নালিতাবাড়ি থেকে গৌরীপুরগামী একটি সিএনজি অটোরিকশাকে শেরপুরগামী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস’লে সিএনজি অটোরিকশা যাত্রী অজয় দাস নিহত ও উভয় যানবাহনের ৮ যাত্রী গুরুতর আহত হন। নিহত অজয় দাসের বাড়ি নেত্রকোনা জেলা সদরের নাগরা গ্রামে। তিনি সদলবলে নালিতাবাড়িতে হিন্দু ধর্মের কির্তণ অনুষ্ঠানে অংশ নিয়ে সিএনজি যোগে গৌরীপুরের কির্তণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।