হোসেনপুরে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ২৭ মার্চ ২০১৬, রবিবার,
হোসেনপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান দুই আসামী ঘাতক স্বামী সোসেল ওরফে সোহেল এবং ভাসুর মানিক মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ২ ফেব্র্বয়ারি উপজেলার টান সিদলা গ্রামের সোহেল মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী নূরুন্নাহার (২৯ )কে স্বামী সোহেল ও ভাসুর মানিক মিয়া পিটিয়ে হত্যা করে।
এঘটনায় ৫ ফেব্র্বয়ারি ঘাতক স্বামীসহ ১০ জনকে আসামী করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকে আসামীরা আত্নগোপন করে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর ও ঢাকার আশপাশ থেকে পুলিশ হত্যার মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,বাকী আসামীদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।