এডমিরাল হলেন নৌবাহিনী প্রধান
স্টাফ রিপোর্টার | ২৭ মার্চ ২০১৬, রবিবার,
ভাইস এডমিরাল থেকে এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান নিজামউদ্দিন আহমেদ। পদোন্নতি পাওয়ার পর রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে র্যাংক ব্যাজ পরানো হয়। ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার তাকে ব্যাজ পরিয়ে দেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদকে গত ২১শে জানুয়ারিতে বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেয় সরকার। ভাইস এডমিরাল হিসেবে পদোন্নতি পেয়ে ২৭শে জানুয়ারি তিনি নতুন দায়িত্বে যোগ দেন। ১৯৭৯ সালের ৩০শে জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেয়া নিজামউদ্দিন আহমেদ তখনকার যুগোসøাভিয়ার মার্শাল টিটা নেভাল একাডেমি থেকে স্নাতক ডিগ্রি নেয়ার পর ১৯৮১ সালের ১লা আগস্ট কমিশন পান। কর্মজীবনে তিনি নৌ সদর দপ্তরের পার্সনেল সার্ভিসের পরিচালক ও নৌ প্রধানের সচিবের দায়িত্ব পালন করেছেন। ছিলেন বাংলাদেশ নেভাল একাডেমি ও টিএএস স্কুলের প্রশিক্ষক এবং বাংলাদেশ কোস্টগার্ডের পরিচালকের (অপারেশন) দায়িত্বেও। নৌ বাহিনীর তিনটি ফ্রিগেটের নেতৃত্ব দেয়ায় ‘সম্মান অর্জনকারী’ নিজামউদ্দিন বাহিনীতে তার কাজের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ‘অসাধারণ সেবা পদক’ পান। ২০১২ সালের ২৬শে ফেব্রুয়ারি নৌবাহিনীর এই কর্মকর্তাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব দেয় সরকার। পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেয়ার পর ২০১৩ সালে তাকেই চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। বাংলাদেশের হয়ে আইভোরি কোস্টে জাতিসংঘ শান্তি মিশনেও দায়িত্ব পালন করেছেন নৌবাহিনী প্রধান। নিজামউদ্দিন আহমেদ ২০১৯ সালের ২৬শে জানুয়ারি পর্যন্ত তিন বছর মেয়াদে নৌবাহিনী প্রধান পদে দায়িত্ব পালন করবেন।