| রাত ১:৪০ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতী আলহাজ শফি উদ্দিন আহাম্মদ ডিগ্রী কলেজের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

 

এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ২৭ মার্চ ২০১৬, রবিবার,
২৭মার্চ রবিবার সকালে উপজেলার ঝিনাইগাতী আলহাজ শফি উদ্দিন আহাম্মদ ডিগ্রী কলেজের ৪তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইগাতী-শ্রীবর্দী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী এ,কে,এম ফজলুল হক। এ সময়ে উপসি’ত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ জমশেদ আলী, ওসি মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন, শাহ আলম, ম্যানেজিং কমিটির সদস্যগণ, অত্র কলেজের অধ্যৰ রেজাউল করিম মিয়া সহ অন্যান্য শিৰক শিৰিকা, কর্মচারী ও ছাত্র ছাত্রী বৃন্দ। শিৰা অধিদপ্তরের নির্মানে ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিৰা অধিদপ্তরের বাস্তবায়নের ১ কোটি ২৭ লৰ টাকা ব্যায়ে একাডেমিক ভবনের নির্মান কাজটি করছেন মেসার্স সোহরাব হোসেন বাবুল। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধান অতিথি ও অত্র কলেজের সভাপতি সংসদ সদস্য প্রকৌশলী এ,কে,এম ফজলুল হক ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে সংৰিপ্ত আলোচনা সভায় কলেজের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং কলেজের সার্বিক উন্নয়নের জন্য পরামর্শ দেন।

সর্বশেষ আপডেটঃ ৬:০৭ অপরাহ্ণ | মার্চ ২৭, ২০১৬