| সকাল ৮:৫৩ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরের পল্লীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:  শেরপুরের পল্লীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গনই ভরুয়াপাড়া ইসিসিডি কেন্দ্র, শেরপুরের উদ্যোগে আজ ২৬ মার্চ শনিবার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাতাবাহার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম। এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলার শ্রেষ্ঠ শিক্ষক মো. জাহিদ হোসেন ও স্বেচ্ছাসেবী প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন ইসিসিডি কেন্দ্র শিক্ষিকা তাসলিমা বেগম, দেলোয়ার হোসেন, আবুল কাশেম, আলমগীর হোসেন মঞ্জু ও মজিবর রহমান। এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১০:৪৯ অপরাহ্ণ | মার্চ ২৬, ২০১৬