নানা কর্মসূচীর মাধ্যমে ময়মনসিংহে মহান স্বাধীনতা দিবস পালন
ফাহিম মোঃ শাকিলঃ আজ ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ৪৫ বছর আগে ১৯৭১ সালের এ দিনটিতে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। আর তাই এই দিনটির উপলক্ষে ময়মনসিংহে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুস্প অর্পণ ও দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দিবসের শুরুতেই ১২.০১ মিনিটে শহরের পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুরু হয়। পরে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং সাধারন জনতা।
দিবসটি উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বণার্ঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়।
এ সময় ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকি, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকাসহ অন্যরা বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদযাপন করেন।
স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ পুলিশ, আনসার ও ভিডিপির সদস্যরা শারীরিক কসরত প্রদর্শনে অংশ নেন। এসময় দেশাত্ববোধক গানও পরিবেশন করা হয়।
দিবসটি উপলক্ষে আজ বিকালে সার্কেট হাউজ মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় জেলা প্রশাসন একাদশ বনাম ময়মনসিংহ পৌরসভা একাদশ।
এদিকে শহরের জয়নুল আবেদিন পার্কে দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীতে উঠে এসেছে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ। ইতিহাস ছোঁয়া এসব ছবি যেন একেকটি ইতিহাস।
প্রদর্শনীতে আসা আনিকা তাসনিম বলেন, ‘মুক্তিযুধ দেখিনি। তবে এসব আলোকচিত্র মুক্তিযুধের চেতনাকে ধরে রেখেছে।’
এছাড়াও দিনব্যাপী রক্তদান কর্মসূচী, র্যালি, বীর মুক্তিযুধাদের সংবর্ধনা, আলোচনা সভা সহ নানান কর্মসূচী পালন করা হয়েছে।