| সন্ধ্যা ৭:২৫ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কলমাকান্দায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন

মোঃ ফখরুল আলম খসরুঃ  নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় উপজেলা প্রশাসন আয়োজিত সকল অনুষ্ঠান স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনাস্থাপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজের উপস্থিতির কারণে বর্জন করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান ঘটনা সত্যতা স্বীকার করে জানান, মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান অনুষ্ঠান বর্জন করেছেন। শুধুমাত্র সরকারী কর্মকর্তাগণ অনুষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন। উপজেলা

আওয়ামীলীগ সভাপতি চন্দন বিশ্বাস জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতি সম্পূর্ণ অনাস্থা জ্ঞাপন করে সকল ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক সাং®কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠান বর্জন করেছেন। কলমাকান্দায় এ ব্যাপারে উত্তেজনা প্রশমনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কলমাকান্দা থানার ওসি জানান, সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:১৭ অপরাহ্ণ | মার্চ ২৬, ২০১৬