| সন্ধ্যা ৬:২৭ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দুর্গাপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মাসুম বিল্লাহ, দুর্গাপুর প্রতিনিধিঃ   নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় শহীদ মিনারে সংসদ সদস্য ছবি বিশ্বাস, সরকারী কর্মকর্তা কর্মচারী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দীন আল আজাদ এর নেতৃত্বে, উপজেলা বিএনপি সভাপতি মোঃ জহিরুল আলম ভুইয়ার নেতৃত্বে, সিপিবি কেন্দ্রীয় নেতা ডাঃ দিবালোক এর  নেতৃত্বে বিশাল মিছিল বের করে।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব সহ সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক দল ও পেশাজীবি সংগঠন এর অংশগ্রহনে পুস্পস্তবক অর্পণ শেষে সুসং ডিগ্রী কলেজ মাঠে শারীরিক কসরত পরিদর্শন ও সকল মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সংসদ সদস্য ছবি বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, ওসি খান হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দীন আল আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ সকল জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এছাড়া দুপুর ২টায় স্থানীয় আদিবাসী অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। সন্ধায় উপজেলা পরিষদ চত্বরে শিল্পকলা একাডেমীর শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সর্বশেষ আপডেটঃ ৯:০৬ অপরাহ্ণ | মার্চ ২৬, ২০১৬