মহান স্বাধীনতা দিবসে ময়মনসিংহে স্মৃতিসৌধে পুস্প অর্পণ
ফাহিম মোঃ শাকিল: আজ ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ৪৫ বছর আগে ১৯৭১ সালের এ দিনটিতে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। আর তাই এই দিনটির উপলক্ষে ময়মনসিংহে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুস্প অর্পণ ও দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দিবসের শুরুতেই ১২.০১ মিনিটে শহরের পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুরু হয়।
পরে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং সাধারন জনতা।
রাত ১২টা ১ মিনিটে ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমানের পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
এরপরই প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকি, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা আ’লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু প্রমুখ।
এরপর দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এ কে এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
শ্রদ্ধা নিবেদন শেষে ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শেষ করতে ও রায় কার্যকরে জাতি ঐক্যবদ্ধ। যা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হবে।
পরে সাধারন জনতা ফুলের তোড়া দিয়ে শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধ এলাকা জনতার ভিড়ে মুখরিত হয়ে উঠে। তাদের হাতে থাকা ফুলের তোরা আর অন্তরের শ্রদ্ধা শহীদদের প্রতি ভালবাসার নিদর্শন।
স্মৃতিসৌধে ফুল দিতে আসা রাজিব(২২) বলেন, অবশ্যই আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। তবে কি জাতি হিসেবে আমরা স্বাধীন হলেও মানুষ হিসেবে কি আমরা স্বাধীন? আমাদের সমাজে সোহাগী জাহান তনু মত মানুষ এখনও পরাধীন।
দিবসটিকে উদযাপন করার জন্য ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, জাতীয় পতাকা উত্তোলন , আনসার, ভিডিপিসহ সম্মিলিত কুচকাওয়াজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শন, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ সহ নানান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।