| রাত ১০:২৩ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে বহালের দাবীতে গফরগাঁওয়ে উলামা সমিতির বিক্ষোভ মিছিল,

গফরগাঁও প্রতিনিধি, ২৫ মার্চ ২০১৬, শুক্রবার,
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ কতৃক হাইকোর্টে দায়েরকৃত রিটের প্রতিবাদে ও বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্র্ম ইসলাম বহাল রাখার দাবীতে গফরগাঁও উপজেলা উলামা সমিতি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার দুপুরে গফরগাঁও রেলওয়ে ষ্টেশন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে উলামা সমিতির কয়েক হাজার নেতা-কর্মী, সমর্থক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিকালে গফরগাঁও রেলস্টেশন জামে মসজিদ মাঠে এক সমাবেশ করে।
উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মাওলানা সালমানী, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন আসাদী, মাওলানা ফকরুল ইসলাম, আলহাজ মাওলানা হাদিউল ইসলাম, মাওলানা মনির্বল ইসলাম, হাফেজ ইউসুফ বিন মনিরসহ ওলামা সমিতির নেতৃবৃন্দ।

সর্বশেষ আপডেটঃ ৯:৫৫ অপরাহ্ণ | মার্চ ২৫, ২০১৬