শ্রীবরদীতে সুধীজনের সাথে মতবিনিময়

শ্রীবরদী প্রতিনিধিঃ ২৫ মার্চ ২০১৬, শুক্রবার,
শেরপুরের শ্রীবরদী উপজেলার ৬ ইউনিয়নের প্রতিদ্বন্ধি চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারন সদস্য প্রার্থীদের নিয়ে গত ২৫শে মার্চ শুক্রবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী সরকারি কলেজ অডিটরিয়াম মিলনায়তনে শেরপুর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ এ মতবিনিময় সভার আয়োজন করেন। শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোকলেছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ.এম পারভেজ রহিম, বিশেষ অতিথি হিসেবে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ উপসি’ত ছিলেন। শ্রীবরদী থানার ওসি এস.আলম বলেন, উপজেলার ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩০, সংরক্ষিত সদস্য পদে ৭৬ ও সাধারন সদস্য পদে ১৯৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি বলেন, জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার এই সভায় সব প্রার্থী ও সুধীজনকে জানিয়েছেন আসন্ন ৩১শে মার্চ নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। সব ভোটার তাদের ইচ্ছামত পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এ নিয়ে কোনো ধরনের সংশয় নেই। মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুধীজনরা উপসি’ত ছিলেন। অপরদিকে গত বৃহস্পতি ও শুক্রবার শ্রীবরদীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণ কর্মশালার শুভউদ্ধোধন করেন, শেরপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মোকলেছুর রহমান। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, নালিতাবাড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোক্তার হোসেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বরত রির্টানিং কর্মকর্তা রুহুল আলম তালুকদার, আব্দুর রউফ প্রমুখ উপসি’ত ছিলেন।