| বিকাল ৩:৪৬ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার | ২৫ মার্চ ২০১৬, শুক্রবার,

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৬ উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণাধীন ময়মনসিংহস’ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উদ্যোগে ২৫ মার্চ ২০১৬ বেলা ৩.০০টা থেকে ৫.০০টা পর্যন্ত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সংগ্রহশালায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটির উদ্বোধন করেন শিল্পী তপন কুমার সরকার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চাকরুলা বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রহশালার উপ-কীপার ড.বিজয় কৃষ্ণ বণিক।

শিশু থেকে দ্বিতীয় শ্রেণি ক-বিভাগ আঁকার বিষয় উন্মুক্ত (ইচ্ছেমত),তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি খ-বিভাগ আঁকার বিষয় পাক বাহিনীর আত্মসমর্পন, ষষ্ঠ শ্রেণি থেকে অস্টম শ্রেণি গ-বিভাগ আঁকার বিষয় ফুটবল জার্সি পরিহিত বঙ্গবন্ধু এবং নবম শ্রেণি থেকে দশম শ্রেণি ঘ-বিভাগ আঁকার বিষয় লাইব্রেরীতে বঙ্গন্ধু। প্রতিযোগিতায় ক-বিভাগে ৮৭ জন, খ-বিভাগে ৪৩ জন, গ-বিভাগে ২৫ জন এবং ঘ-বিভাগে ১৬ জনসহ মোট ১৭১ জন শিশু শিল্পী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ক-বিভাগে ১ম স্থান-মাইশা মাহাবুর চাহাত, ২য় স্থান-ওয়াফিদ নাভান ও ৩য় স্থান-সুবাইতা সাহাদত (লনি), খ-বিভাগে-১ম স্থান-আবু জয়নুল সালমান, ২য় স্থান-মামনুনাহ্‌ মারজান মাহি ও ৩য় স্থান-খান আশিকুজ্জামান সাদিদ, গ-বিভাগে-১ম স্থান-ফাইরুজ মালিহা, ২য় স্থান অমৃতা হক রোদসী ও ৩য় স্থান-খন্দকার শাহ্‌রিয়ার (প্রান্ত) এবং ঘ-বিভাগে-১ম স্থান-রক্তিম সরকার, ২য় স্থান-বীথিকা সরকার ও ৩য় স্থান-ইলিন আফরিদা আজাদ রচনা অধিকার করেছে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শিল্পী তপন কুমার সরকার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চারুকলা বিভাগ, জাতীয় কবি কাজী নজর্বল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ও শিল্পী মুহাম্মদ আব্দুর রউফ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইন্সটিটিউট, ময়মনসিংহ। বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৯:২৯ অপরাহ্ণ | মার্চ ২৫, ২০১৬