| বিকাল ৪:২১ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

‘রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধান বহাল রাখার দাবীতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

 

স্টাফ রিপোর্টার, ২৫ মার্চ ২০১৬, শুক্রবার,
‘রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধান থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রে’র প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেছে ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী। শুক্রবার (২৫ মার্চ) বাদ জুমা শহরের বড় মসজিদ চত্বর থেকে এ মিছিলটি বের হয়। মিছিলটি স্টেশন রোড, গাঙ্গিনারপাড় সড়ক ঘুরে শহরের নতুন বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে হাজার মুসুলৱী অংশ নেন।
বিক্ষোভ-মিছিলের আগে এক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইত্তেফাকুল ওলামার সভাপতি মুফতি মুহিবুল্লাহ। এ সময় অন্যদের মধ্যে সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা মুফতি আমির ইবনে আহাম্মদ, মাওলানা মোহাম্মদ, নেজামী ইসলামী পাটির্র সভাপতি হাফেজ মাওলানা আবু তাহের খান, মুফতি শরীফুর রহমান, মুফতি জাকির হোসেন কাশেমী, মুফতি রাশিদুল ইসলাম, মাওলানা জাফর আহমদ, হাফেজ শেখ ফিরোজ আহাম্মদ প্রমুখ বক্তব্য দেন। শেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মঞ্জুরুল হক।##

সর্বশেষ আপডেটঃ ৬:২৯ অপরাহ্ণ | মার্চ ২৫, ২০১৬