ফুলপুরে নির্বাচন নিয়ে বিরোধে গ্রাম পুলিশ খুন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 😐 ২৫ মার্চ ২০১৬, শুক্রবার,
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের নারিকেলি গ্রামে নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে বৃহসপ্রতিবার রাতে ইদ্রিস আলী (৫৫) নামে গ্রাম পুলিশ খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৪জনকে আটক করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারিকেলি দাখিল মাদরাসা কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল মজিদ গংদের সাথে দায়িত্বরত গ্রাম পুলিশ ইদ্রিস আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল মজিদের লোকজন তাকে হত্যার হুমকি দিলে তিনি থানা পুলিশকে অবহিত করেন। বৃহসপ্রতিবার গভীর রাতে আব্দুল মজিদের লোকজন গ্রাম পুলিশ ইদ্রিস আলীকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তাকে খুঁজাখোজির পর শুক্রবার সকালে বাড়ির কাছের এক গাছে ঝুলন- লাশ পাওয়া যায়। নিহতের গায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। পরিবারের লোজকজন ও এলাকাসির অভিযোগ পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল মজিদের লোকজন রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে। সংবাদ পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য মর্গে প্রেরন করেন। এঘটনায় পুলিশ আব্দুল মজিদের ভাই শাজাহান, ছেলে মাহমুদুলসহ এলাকার সুরুজ্জামান ও মাহবুবকে আটক করেছেন। নিহতের ছেলে আশিকুল ইসলাম বাদি হয়ে ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহতের বোন রাজিয়া খাতুন জানান, আব্দুল মজিদ ৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়ে পুনরায় ভোট গণনার দাবি করে নিজেরাই ভোট গনতে চায়। এনিয়ে আমার ভাইয়ের সাথে তর্কের জের ধরে উভয়ে বিরোধ বাধে।