রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল রাখার দাবীতে ত্রিশালে বিক্ষোভ মিছিল সমাবেশ
ত্রিশাল প্রতিনিধিঃ সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র ও রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল রাখার দাবীতে আজ শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা।
বাদ জুম্মা সর্বস্তরের মুসল্লীদের অংশ গ্রহনে তৌহিদী জনতার ব্যানারে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধ স্মৃতি সৌধ মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মুফতি মাহদী হাসান তালুকদার প্রমূখ।