| রাত ১:৫৩ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইউপি নির্বাচন’১৬ কটিয়াদীতে বিএনপি-আওয়ামীলীগের বিদ্রোহীরা এগিয়ে

মহিউদ্দিন লিটন, বাজিতপুর সংবাদদাতাঃ- | ২৫ মার্চ ২০১৬, শুক্রবার,

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামীলীগ ও বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ছাড়াও এই দুটি দলের বিদ্রোহী প্রার্থীরা এগিয়ে রয়েছে। এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে পাড়া মহলৱায় চায়ের দোকান ও পাড়া মহলৱা, বাড়ি বাড়ি গিয়ে নিজ নিজ পৰে টানার চেষ্টা করেছে। আবার কেউ কেউ নিজেদের পারিবারিক শক্তি, ব্যাক্তি ইমেজ জানান দেওয়ার চেষ্টা করছেন ভোটারদের মাঝে। জয়ের জন্য শতভাগ উজার করে দিয়ে তারা করা নারছেন ভোটারদের দারে দারে। উপজেলা ৰমতাসীন আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীদের বাইরে উভয় দলেরই বিদ্রোহী প্রার্থী রয়েছে। উপজেলা ৯টি ইউনিয়নে আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্টিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪২ জন সহ ৪৮০ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। সংরৰিত সদস্য পদে ১০১ জন ও সাধারণ সদস্য পদে ৩৩৭ জন মোট ভোটার সংখ্যা ১ লাৰ ৯৪ হাজার ৭শত ৯৪ জন। ১ নং বনগ্রাম ইউনিয়নে চেয়াম্যান পদে ৪ জন তারা হলেন আওয়ামলীগের প্রার্থী কামাল হোসেন মিলন (নৌকা), বিএনপির প্রার্থী রহুল আমিন প্রিন্স (ধানেরশীর্ষ), বাসদের প্রার্থী নজর্বল ইসলাম (মই), ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান (ঘোড়া), ২ নং সহশ্রাম ধুলদিয়া এই ইউনিয়নে চেয়াম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন তারা হলেন আওয়ামীগের চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম আকন্দ (নৌকা), বিএনিপর প্রার্থী মুখলেছুর রহমান বাবলু (ধানের শীর্ষ), স্বতন্ত্র প্রাথী, ওমর ফার্বক তাসনিতা (ঘোড়া) ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ শাহজাহান মিয়া (আনারস), ৩ং করগাঁও চেয়ারম্যান পদে ৫জন রয়েছেন, তারা হলেন আওয়ামীগের প্রার্থী বেলায়েত হোসেন বাদল (নৌকা),বিএনিপর প্রার্থী আব্দুল আলী (ধানের শীর্ষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী শরাফত লস্কর পারভেজ (আনারস), ২ স্বতন্ত্র প্রার্থী হলেন মোঃ আব্দুল আলী (ঘোড়া) ও আব্দুস সালাম বাচ্চু (মটর সাইকেল) ৪নং চান্দু পুর এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন প্রতিন্ধ্বন্দিতা করেছেন আওয়ামলীগের প্রার্থী মোঃ বোরহান উদ্দিন খান (নৌকা), বিএনপির প্রার্থী মোঃ সাদেক হোসেন ধানের (শীর্ষ) বিএনপির বিদ্রোহী প্রার্থী- বর্তমান চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন (আনারস), স্বতন্ত্র প্রার্থী মোঃ ইনসাফ আলী (ঘোড়া)। গতকাল সরেজমিন গেলে জানাযায়, চান্দুপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন ও আওয়ামলীগের মনোনীত প্রার্থী বোরহান উদ্দিন খানের মধ্যে ভোট লড়াই হবে তীব্র। ৫ নং মুমুরদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন রয়েছেন। আওয়ামীলীগের প্রার্থী সৈয়দুজ্জামান (নৌকা), বিএনপির প্রার্থী আলাউদ্দিন সাবেরি (ধানের শীষ) বিএনপির বিদ্রোহী প্রার্থী ছেনু মিয়া (আনারস), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ সাইফুল ইসলাম (ঘোড়া) ৬ন আছমিতা এই ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান পদে আছেন তারা হলেন সদ্য আওয়ামীগে যোগদান কারী আবু হানিফা (নৌকা) বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান বাচ্চু (ধানের শীষ) আওয়মালীগের বিদ্রোহী প্রার্থী এনামুল হক শৈয়বাল (ঘোড়া), অপর দুই স্বতন্ত্র প্রার্থী হলেন ওবায়দুল আকন্দ (মটর সাইকেল) ও হার্বন-অর-রশিদ (আনারস), ৭নং মসূয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন তারা হলেন আওয়ামলীগের প্রার্থী ইদ্রিস আলী (নৌকা), বিএনপির মোঃ জহির্বল ইসলাম বাইতুল (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী একেএম শামসুউদ্দিন (লাঙ্গল), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কামাল হোসেন (মটর সাইকেল) বিএনপির বিদ্রোহী আবুবক্কর সিদ্দিক (আনারস) আব্দুল কাদির (ঘোড়া) ৮নং লৌহাজুড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন রয়েছেন তারা হলেন আওয়ামলীগের প্রার্থী আতাহার উদ্দিন ভূইয়া (নৌকা) বিএনপির প্রার্থী সাইফুল মতিন জুয়েল (ধানের শীষ) ইসলামিক আন্দোলনের সিরাজুল ইসলাম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী একেএম ফজলুল হক জোয়ারদার আলমগীর (মটর সাইকেল), বিএনপির স্বতন্ত্র প্রার্থী গোলাম হায়দার মার্বয়া (আনারস) ও আওয়ামীলীগে স্বতন্ত্র প্রার্থী খাইর্বল আমিন র্বহল ( ঘোড়া), ৯নং জালাল ইউনিয়নে ৪জন চেয়ারম্যান প্রতিন্দন্ধিতা করছেন তারা হলেন জাতীয় পার্টীর থেকে সদ্য আওয়ামীলীগে যোগদান কারী শাহনেওয়াজ ভূঁইয়া শানু (নৌকা) বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম রফিক (ধানের র্শীষ) আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান র্বস্তম (আনারস) ও মতিউর রহমান মাষ্টার (ঘোড়া)।

সর্বশেষ আপডেটঃ ৪:৪৩ অপরাহ্ণ | মার্চ ২৫, ২০১৬