| সকাল ৭:১০ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শুরু হতে যাচ্ছে বাংলা ব্যাস টি-২০ টুর্নামেন্ট

 

ফাহিম মোঃ শাকিল, ২৪ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ রফিক উদ্দিন ভূইয়া স্ট্যাডিয়াম মিলনায়তনে স্পোর্টস ইন্টারন্যাশনাল এর উদ্যোগে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগীয় অনুর্ব্ধ-২১ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট বাংলা ব্যাস টি-২০ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপসি’ত ছিলেন স্পোর্টস ইন্টারন্যাশনাল এর এক্সিকিউটিভ ম্যানেজার জোনাস ক্রিস্টফার ম্যান্ডেজ, মার্কেটিং ম্যানেজার ইসরাফিল হাসান দিগন-, ব্র্যান্ড ম্যানেজার যোয়েল ডি কস-া, পরিচালক পুনম রহমান, জেলা ক্রীড়া সংস’ার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্টরা।
জানা যায়, এই প্রথমবারের স্পোর্টস ইন্টারন্যাশনাল এর উদ্যোগে বাংলা ব্যাস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর মধ্য দিয়ে অনুর্দ্ধ-২১ এর খেলা আয়োজন করা হচ্ছে। ৮টি বিভাগ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, সিলেট এর প্রতিভাবান খেলোয়াড়রা এই প্রথম একে অপরের সাথে খেলতে যাচ্ছেন। যা আগামী ১৫ এপ্রিল শুক্রবার থেকে ২২ এপ্রিল শুক্রবার পর্যন- সিলেট জেলা ক্রিকেট স্ট্যাডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতি বিভাগীয় দলে দুজন করে জাতীয় দলের ক্রিকেটার থাকতে পারবেন এবং তাদের বয়সের কোন সীমা থাকবে না।
সংবাদ সম্মেলনে ট্রফি প্রদর্শনের পাশাপাশি পুরষ্কারের ঘোষণা ও করা হয়। টুর্নামেন্টে ১ম পুরস্কার পাঁচ লক্ষ টাকা, ২য় পুরস্কার আড়াই লক্ষ টাকা, ম্যান অব দ্যা ম্যাচ একটি করে মোবাই ফোন, ম্যান অব দ্যা টুর্নামেন্ট মোটর বাইক রয়েছে বলে জানা যায় এবং দর্শকদের খেলা দেখার জন্য কোন টিকেটের প্রয়োজন হবে না।
সংবাদ সম্মেলনে শেষে স্পোর্টস ইন্টারন্যাশনাল বাংলা ব্যাস টি-২০ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের সকল স্পনসর এবং অন্যান্যদের কাছ থেকে সহযোগিতা কামনা করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১০:০০ অপরাহ্ণ | মার্চ ২৪, ২০১৬