| সকাল ১১:০৪ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় ডাক্তারের অবহেলায় রোগির মৃত্যুতে হাসপাতাল ভাংচুর

 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি, ২৪ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
চিকিৎসকের দায়িত্বে অবহেলার ডায়রিয়ায় রোগি মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাংচুর করেছে রোগির স্বজনরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মুক্তাগাছা উপজেলা হাসপাতালের জর্বরি বিভাগে এ ঘটনা ঘটে। পরিসি’তি নিয়স্ত্রনে আনতে হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুক্তাগাছা শহরের মনিরামবাড়ি এলাকার ডায়রিয়ায় আক্রান্ত রোগি মোঃ শাহজাহান মিয়াকে আজ সকাল ১০টায় মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। সন্ধ্যার পর রোগির অবস’া অবনতি ঘটলে মুক্তাগাছা হাসপাতালের চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রোগি নেওয়ার জন্য রোগির স্বজনরা হাসপাতালের এ্যাম্বুলেন্স নিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ এ্যাম্বুলেন্স বিকলের কথা তাদেরকে জানান। এ সময়ের মধ্যেই রোগি শাহজাহান মিয়া মারা যান। এতে রোগির স্বজনরা ৰিপ্ত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভাংচুর চালায়। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা ভয়ে দৌড়ে জরুরি বিভাগ ত্যাগ করেন। খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ পরিসি’তি নিয়ন্ত্রনে আনেন। ঘটনাস’ল পরিদর্শন করেছেন ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোস্তফা কামাল ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরিক্ষিত কুমার পাড়।
রোগির স্বজনরা বলেন, চিকিৎসকদের দায়িত্বে অবহেলার কারনে ডায়রিয়া আক্রান্ত রোগি শাহজাহানের মৃত্যু হয়েছে।
জর্বরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সালমা চৌধুরী বলেন, বিকল এ্যাম্বুলেন্সের কথা বলাতেই রোগির স্বজনরা অতর্কিত হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হার্বর অর রশিদ বলেন, রোগির স্বজনদের মাঝে ভূল বোঝাবুঝিতে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ময়মনসিংহের সিভিল সার্জন ও থানা পুলিশ আসার পর পরিসি’তি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:০৭ অপরাহ্ণ | মার্চ ২৪, ২০১৬