| সকাল ৯:৫২ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাকৃবিতে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

 

ফাহিম মোঃ শাকিল, ২৪ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্য কর্মী ‘সোহাগী জাহান তনু’ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার সময় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বিজয়’৭১ এর সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা তনু হত্যার বিচারসহ দেশে প্রতিনিয়ত যেসব ধর্ষন হচ্ছে তার দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকারকে আহবান করে।
সমাবেশে বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষনের মতো জঘন্য অপরাধের সৃষ্টি হচ্ছে। এসব অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বরাবরের মতো প্রতিবাদ জানিয়ে আসছে এবং জানাবে।
এসময় ‘তনু ৮কোটি নারী, ধর্ষক কতিপয় শকুন, হেরে যাবে কে?’ ‘হেরে গেলে তনু, হেরে যাবে স্বাধীনতা’, ‘আমার বোনের নিরাপত্তা চাই’, লেখা প্লেকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
আয়োজকরা জানান, বিকেল ৫টায় বিজয়’৭১ এর সামনে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়। মানববন্ধন শেষে একটি গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় তনুকে ধর্ষণশেষে নৃশংসভাবে হত্যা করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:৫২ অপরাহ্ণ | মার্চ ২৪, ২০১৬